কাবুল-লোগার সড়কে ১ম ধাপের অবশিষ্ট ১ কিলোমিটার অংশে পিচঢালাই সমাপ্তির দ্বারপ্রান্তে

0
21

আফগানিস্তানের রাজধানী কাবুলে পরিবহন অবকাঠামো সম্প্রসারণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাবুল পৌরসভার আওতায় চলমান প্রকল্পসমূহের মধ্যে অন্যতম হল কাবুল-লোগার সড়ক প্রকল্প।

এই সড়কের ১ম ধাপের অবশিষ্ট ১ কিলোমিটার অংশে পিচঢালাই কাজ সমাপ্তির পথে রয়েছে। গত ১৫ ডিসেম্বর কাবুল পৌরসভার অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

কাবুল পৌরসভার প্রকল্প ও কর্মসূচি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে ১ম ধাপে ৩ কিলোমিটার পর্যন্ত ৩ লেনে সড়ক পাকা করা হয়েছে, অপরদিকে ২ লেনে অতিরিক্ত ১ কিলোমিটার অংশে পিচঢালাই কাজ চলছে। একইসাথে সড়কের অন্যান্য অংশে মৌলিক কাজ চলমান আছে।

সামগ্রিক প্রকল্প ৩৬ শতাংশ পর্যন্ত সমাপ্ত হয়েছে। এই সড়কের ১ম অংশের দৈর্ঘ্য ৭ কিলোমিটার ও প্রস্থ ৬০ মিটার। এই প্রকল্পে ২০ মিটার দীর্ঘ ব্রীজ, ড্রেনেজ সিস্টেম, ফুটপাত, ফুলবাগান, রাস্তায় চিহ্নিতকরণ, আলোক ব্যবস্থাপনা এবং একটি মানসম্পন্ন সড়কের অন্যান্য বিষয়াদি অন্তর্ভুক্ত আছে।

এটি কাবুল শহরের দক্ষিণ-পূর্ব এলাকার অন্যতম প্রধান অবকাঠামো প্রকল্প। এটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের উন্নত পরিবহন সেবা প্রদান করবে। এছাড়া উক্ত অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনয়নে এই প্রকল্প অবদান রাখবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/wxne6u6x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় দখলদার বাহিনীর ভয়াবহ দমন অভিযান অব্যাহত; নির্বিচারে অভিযানে অন্তত ২০০ জন নিরীহ কাশ্মীরি আটক
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || মালির টোম্বোকটু সামরিক ঘাঁটিতে জেএনআইএম মুজাহিদদের বীরত্বপূর্ণ অভিযানের স্থির চিত্র