
আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে অবস্থিত পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে একটি নতুন গ্র্যান্ড মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ১৫ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী জেনারেল মোল্লা রহমাতুল্লাহ নাজিব হাজী হাফিযাহুল্লাহ। এছাড়া এতে আরও অংশগ্রহণ করেছেন মন্ত্রণালয়ের নির্মাণ বিভাগের উপপ্রধান মৌলভী শির আহমদ রুহানী হাফিযাহুল্লাহ, ময়দান ওয়ারদাক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী মুহাম্মদ নাসিম সাঈদ হাফিযাহুল্লাহ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মসজিদটি নির্মাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট হতে ২ কোটি ৮০ লক্ষ আফগানি বরাদ্দ প্রদান করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে উক্ত মসজিদে একসাথে ২৪০০ মুসল্লি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mr37e2zu


