
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের পরিধি সম্প্রসারণের লক্ষ্যে কিরগিজ প্রজাতন্ত্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ১৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে কাবুলে পৌঁছেছেন। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
কিরগিজ প্রজাতন্ত্রের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে দেশটির বাণিজ্য, জ্বালানি ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীগণ এবং বিভিন্ন খাতের বেসরকারি প্রতিনিধিরা রয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কিরগিজ প্রজাতন্ত্রের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী। সফরের মূল উদ্দেশ্য হলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের মাত্রা বৃদ্ধি করা।
সফরকালে প্রতিনিধি দলটি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে। পাশাপাশি তারা একটি বাণিজ্যিক নেটওয়ার্কিং সম্মেলন ও দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের কর্মসূচির মধ্যে শিল্পকারখানা পরিদর্শন এবং আফগানিস্তানের বিভিন্ন উদ্যোগ ও প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য যে, এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আল-হাজ্জ নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ–এর আনুষ্ঠানিক আমন্ত্রণে। এর আগে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের একটি প্রতিনিধি দল কিরগিজ প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সে দেশের অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেছিলেন।
কিরগিজ প্রজাতন্ত্রের উচ্চপর্যায়ের এই সফর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. High-Level Kyrgyz Delegation Arrives in Kabul to Expand Economic and Trade Cooperation
– https://tinyurl.com/469v66cp


