হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা আটক, তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার

0
18

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র‍্যাব-২। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এ বিষয়ে র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা। সেই সংশ্লিষ্ট ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ঘটনার দিন গত ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন। একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকালে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।

তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল ওই দুই ভবনের মাঝের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে।

র‌্যাব জানায়, অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরাতন বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয়।
হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, ফয়সালের বাবা হুমায়ুন কবিরকেও মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের শ্বশুর বাড়ি নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ফয়সালের মাকেও রাতে র‌্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যার চেষ্টা করে দুই সন্ত্রাসী। তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরই মধ্যে রটে গেছে যে হামলাকারীরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে।

হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সলসহ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) হস্তান্তর করা হয়।


তথ্যসুত্রঃ
https://tinyurl.com/4vyx5c2n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচৌদ্দগ্রামে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধনিরাপত্তা ইস্যুতে কার্যক্রম বন্ধ রাজধানীর ভারতীয় ভিসা সেন্টারের