আফগান প্রতিনিধিদলের ইরান সফর: স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সমঝোতা জোরদার

0
10

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাশের দেশ ইরানে সফর করেছেন। এই সফরের নেতৃত্ব দিয়েছেন খাদ্য ও ওষুধ বিভাগের উপমন্ত্রী মৌলভী হামদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ। এই বৈঠকটি ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়।

ইমারাতে ইসলামিয়া্র প্রতিনিধিদলে ছিলেন ওষুধ ও খাদ্যপণ্যের মূল্যায়ন এবং নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত সিনিয়র কর্মকর্তারা, প্রযুক্তিগত উপদেষ্টা এবং আমদানি খাতের প্রতিনিধিরা। তেহরানে তারা ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী এবং ইরানের খাদ্য ও ঔষুধ সংস্থার প্রধান ড. মেহদি পীর-সালেহির সঙ্গে বৈঠক করেন।

আলোচনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ এবং পূর্বে স্বাক্ষরিত একটি চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া আফগান বিশেষজ্ঞদের সক্ষমতা বৃদ্ধি, আফগানিস্তানে খাদ্য ও ওষুধপণ্য আমদানি প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়।

এই সফরের আগে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল কাবুল সফর করে আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং খাদ্য ও ওষুধ আমদানি সহজতর করার বিষয়ে আলোচনা করেছিল।

খাদ্য ও নিরাপদ ঔষধের প্রবাহ নিশ্চিত করতে আফগানিস্তানের জন্য ইরানের মতো প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। দুই দেশের মধ্যে এই সংলাপ ও সমঝোতা ভবিষ্যতে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা সামগ্রীর সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা আশা প্রকাশ করছেন।


তথ্যসূত্র:
1. Afghanistan and Iran Discuss Expanding Regulatory and Trade Cooperation in Food and Pharmaceuticals
– https://tinyurl.com/y2c47467

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের স্নাইপার এবং লেজার ফায়ারের শিকার শত্রু সেনারা: আসছে নতুন ভিডিও
পরবর্তী নিবন্ধইসলামী শাসন ব্যবস্থা ও জাতীয় স্বার্থ রক্ষায় আলেমদের প্রতি উপ-প্রধানমন্ত্রীর আহ্বান