আফগানিস্তানে এ বছর প্রায় ৪৪৭,০০০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে

0
30

আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ (এনএসআইএ)-এর তথ্যমতে, চলতি বছর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে প্রায় ৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি।

পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, চলতি বছর দেশের ১৮টি প্রদেশে মোট ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। এবার সর্বোচ্চ চাল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে কুন্দুজ, সার-ই-পুল, তখার, বাগলান, নানগারহার, কুনার ও বালখ প্রদেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

কৃষি খাতে ধান চাষের এলাকা ও মোট উৎপাদন বাড়ার এই প্রবণতা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খাদ্য নিরাপত্তার জন্য একটি ইতিবাচক সংকেত। যদিও মোট উৎপাদন দেশের চাহিদার তুলনায় কম, তবুও আগামী দিনে কৃষি নীতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই সক্ষমতা আরও বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 447,000 metric tons of rice harvested this year
– https://tinyurl.com/2pc3p9aj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে শত্রু বাহিনীর সামরিক শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধহেরাত নগরীতে যানজট নিরসনে আন্ডারপাস প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন