হেরাত নগরীতে যানজট নিরসনে আন্ডারপাস প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন

0
35

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত নগরীর কেন্দ্রস্থলে যানজট নিরসনের লক্ষ্যে নির্মাণাধীন যানবাহন আন্ডারপাস প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। হেরাত পৌরসভা জানিয়েছে, এটি পৌরসভার ইতিহাসে বাস্তবায়িত সর্ববৃহৎ প্রকল্প, যা নগরীর অন্যতম ব্যস্ত সড়কে চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হেরাত পৌরসভার কর্মকর্তারা জানান, প্রায় ৬৪০ মিটার দীর্ঘ এই আন্ডারপাসটি ৭ কোটি আফগানির ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি আধুনিক ও মানসম্মত নগর অবকাঠামো হিসেবে শহরের যান চলাচল ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

হেরাত পৌরসভার মুখপাত্র নাসের আরমাল বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে হেরাতের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি আধুনিক নগর অবকাঠামোয় রূপ নেবে এবং এর মাধ্যমে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

প্রকল্প ব্যবস্থাপক গুল আহমদ মুমতাজ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে চলছে এবং জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখেই নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, চাওক-ই-গুলহা থেকে পানি সরবরাহ অধিদপ্তর পর্যন্ত বিস্তৃত দুই অংশের এই প্রকল্পের ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই এটি উদ্বোধনের জন্য প্রস্তুত হবে।

প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী বশির আহমদ রহমানি জানান, ঢালু অংশ ব্যতীত আন্ডারপাসটির প্রায় সব অংশই সম্পূর্ণভাবে আবৃত থাকবে, যা নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করবে।

সাম্প্রতিক বছরগুলোতে হেরাত নগরীতে যানজট একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। হেরাত পৌরসভা জানিয়েছে, এই সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সড়কে রিকশা চলাচল নিষিদ্ধকরণ, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং নতুন সড়ক উন্নয়নের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পৌরসভা আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ের মধ্যেই আন্ডারপাস প্রকল্পটি সম্পন্ন হলে হেরাত নগরীর যান চলাচলে স্বস্তি ফিরবে।


তথ্যসূত্র:
1. 70% Progress Made on Underpass Construction in Downtown Herat
– https://tinyurl.com/hpk7zzvf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে এ বছর প্রায় ৪৪৭,০০০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার মানোন্নয়নে শেখ জায়েদ হাসপাতালে ইমারাতে ইসলামিয়া সরকারের উদ্যোগ