
আফগানিস্তানের বাদাখশান প্রদেশে ৬০৩ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি সড়ক প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। এই সড়কটি প্রায় দশটি জেলাকে প্রাদেশিক কেন্দ্র ফায়জাবাদের সাথে যুক্ত করবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের প্রথম পর্যায়ে ২৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে, যা জেলাগুলোর বাসিন্দাদের যাতায়াতের অসুবিধা দূর করতে সাহায্য করবে। জনকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প তত্ত্বাবধায়ক আরিয়ান আজার হাফিযাহুল্লাহ বলেন, “এই প্রকল্পটি জনকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৬০৩ মিলিয়ন আফগানি ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এবং প্রথম পর্যায়ে ২৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।”
এদিকে, ফায়জাবাদের সাথে যুক্ত হওয়া জেলাগুলোর বাসিন্দারা বলছেন, তারা কেন্দ্রে পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখিন হন এবং এই প্রকল্প সম্পন্ন হলে তাদের ভোগান্তি কমবে।
বাদাখশানের একজন বাসিন্দা আবদুল গাফুর বলেন, “এটি বাদাখশানের লোকজনের জন্য, বিশেষ করে দশ জেলার বাসিন্দাদের জন্য একটি বিশাল পদক্ষেপ। তারা অনেক কষ্ট ভোগ করেছেন।” আরেক বাসিন্দা সাইফুর রহমান আনাব বলেন, “এই সড়কে আমাদের অনেক ভাই-বোন এবং পিতামাতা প্রাণ হারিয়েছেন। এটি সত্যিই একটি বিপজ্জনক রাস্তা ছিল।”
কর্মকর্তাদের মতে, এই নির্মাণকাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে। এই সড়ক প্রকল্প সম্পন্ন হলে বাদাখশানের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন অধ্যায় শুরু হবে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Road Project Begins to Link 10 Districts with Fayzabad in Badakhshan
– https://tinyurl.com/2v26d92c


