
প্রথম ধাপের চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে এপর্যন্ত অন্তত ৪শ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৭৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
১০ অক্টোবর কাগজে-কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। প্রায় প্রতিদিনই চালাচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞ। এতে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে অন্তত ৪শ’ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ধ্বংসস্তুপের নিচ থেকেও বেরিয়ে আসছে অসংখ্য মৃতদেহ। শনিবার একদিনেই উদ্ধার করা হয়েছে ৯৪টি মরদেহ। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে প্রাণহানি বেড়ে প্রায় ৭১ হাজারে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও কোনো জায়গা নিরাপদ নেই বলে জানিয়েছে গাজাবাসী।
গাজাবাসীরা বলেন, ‘ইসরায়েলি গণহত্যা কিছুতেই থামছে না। যুদ্ধবিরতির মধ্যেও শিশুসহ নিরীহ বেসামরিক লোকদের হত্যা করা হচ্ছে।
ইসরায়েলি বর্বরতার মধ্যে গাজাবাসীর কষ্টের তীব্রতা আরও বাড়িয়েছে শীতকাল ও অসময়ের বৃষ্টিপাত। শীতবস্ত্র ও মানবিক সহায়তা সংকটে চরম দুর্ভোগে তাঁবুতে বসবাস করা বাস্তুচ্যুত গাজাবাসী। ১৬ লাখ মানুষ তীব্র খাদ্য-সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা।
তথ্যসূত্র:
1. Israeli truce violations making Gaza peace efforts ‘incredibly difficult’
– https://tinyurl.com/mr36amfa


