
ফিলিস্তিনের গাজায় কথিত হলুদ রেখা দিয়ে বিস্তীর্ণ এলাকা দখল করে আছে সন্ত্রাসী ইসরায়েল। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী যেসব এলাকায় ফিলিস্তিনিরা নানা ফসল উৎপাদন করতেন, যেখানে ছিল স্ট্রবেরির বাগান, জলপাইয়ের দীর্ঘ সারি– সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপত্যকার মাঝ বরাবর গেলে সেই কুখ্যাত হলুদ রেখা, যেখানে প্রতিদিনই প্রাণ যাচ্ছে কোনো না কোনো ফিলিস্তিনির।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাত জানায়, অক্টোবরের যুদ্ধবিরতির অধীনে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের অংশ হিসেবে এ ‘হলুদ রেখা’ নির্ধারণ করে দখলদার ইসরায়েল। এখন সেখানে বেসামরিক ফিলিস্তিনিদের নিয়মিত গুলি করা হচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে ক্রমাগতভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।
১৯ ডিসেম্বর, শুক্রবার গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে লোকজন নিজ নিজ বাড়িতে পৌঁছানোর চেষ্টা করলে তাদের ওপর বারবার হামলা হয়। এতে এক নারীসহ চার ফিলিস্তিনি নিহত হন। এসব ঘটনা ঘটেছে হলুদ রেখার কাছাকাছি ২০০ মিটারের মধ্যে। চিকিৎসক দল, বেসামরিক প্রতিরক্ষা দল বা আন্তর্জাতিক সংস্থার কেউ এসব মৃতদেহ উদ্ধার করতে পারেননি। লাশগুলো দীর্ঘ সময় ধরে মাটিতে পড়ে ছিল।
আল-আওসাত জানায়, দখলদার বাহিনী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা করে। যখন এক যুবক তার মৃতদেহ উদ্ধারের চেষ্টা করেন, তখন তাকেও হত্যা করা হয়। এর পর মৃতদেহের কাছে পৌঁছানোর চেষ্টা করার সময় আরও দুজনকে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসী ইসরাইয়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে গাজায় আরও এগিয়ে গেছে। ফলে ফিলিস্তিনিরা হলুদ রেখার কাছে থাকা তাদের বাড়িঘরে যেতে পারছেন না।
ইসরায়েল কার্যকরভাবে হলুদ রেখাটিকে ‘মৃত্যুফাঁদে’ পরিণত করেছে। সেখানে নিহতদের বেশির ভাগকেই কমপক্ষে ২০০ মিটার দূর থেকে গুলি করা হয়েছিল। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে হলুদ রেখার পাশে গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৫০ জন। বাকি মৃত্যু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলায় হয়েছে।
এদিকে, দখলদার ইসরায়েলের গণমাধ্যম হলুদ রেখাকেই এখন নতুন সীমান্ত বলে বর্ণনা করছে। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা হিব্রু ভাষার সংবাদপত্র ইসরায়েল হায়োমকে বলেছে, হলুদ রেখা এখন নতুন সীমানা হিসেবে বিবেচিত। হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল সেখান থেকে সরে যাবে না।
তথ্যসূত্র:
1. Israel Turns Gaza ‘Yellow Line’ into Deadly Boundary
– https://tinyurl.com/mtctvp9j


