কান্দাহার প্রদেশে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবন নির্মাণ সম্পন্ন

0
15

কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার নাখোনি এলাকায় ইমাম সাহিব স্কুলের একটি নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এবং একটি সহায়ক প্রতিষ্ঠানের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশে শিক্ষা খাত শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে একটি শিক্ষা সহায়তা সংস্থার অর্থায়নে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত এই স্কুল ভবনে রয়েছে ছয়টি শ্রেণীকক্ষ, একটি সৌর বিদ্যুৎ ব্যবস্থা, একটি বিশুদ্ধ পানির কূপ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ, যা এলাকার শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Construction of a school building completed in Kandahar
– https://tinyurl.com/57dzptws

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান প্রতিনিধি দলের নয়াদিল্লিতে জামিয়া হামদর্দ ফাউন্ডেশন সফর
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেই ৪১১ জন ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েল