
ভারতের কর্ণাটকে হুব্বাল্লি তালুক অঞ্চলে দলিত শ্রেণিভুক্ত পুরুষকে বিয়ে করায় গর্ভবতী নারীকে হত্যা করেছে তার স্বজনেরা। হত্যার শিকার এই হিন্দু মহিলার নাম মানিয়া, বয়স ১৯ বছর। মৃত্যুর সময় সে ৬ বা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত ২১ ডিসেম্বর উক্ত অঞ্চলের ইনাম-বীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানা গেছে, চলতি বছরের মে মাসে একই গ্রামের দলিত হিন্দু যুবক বিবেকানন্দ ও মানিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সনাতন ধর্মের কুপ্রথা অনুযায়ী, মহিলাটি লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত, অপরদিকে তার স্বামী নিচু জাত তথা দলিত শ্রেণিভুক্ত। তাই এই বিয়েতে মহিলার স্বজনেরা তীব্র বিরোধিতা করে। স্বজনদের হুমকির মুখে এই দম্পতি নিজ গ্রাম থেকে দূরে এক আত্মীয়ে বাড়িতে অবস্থান করছিল। তবে গত ৮ ডিসেম্বর তারা নিজ গ্রামে ফিরে আসে।
গত ২১ ডিসেম্বর মেয়ের সাথে দেখা করার অজুহাতে তার পিতা, ভাইয়েরা স্বামী বিবেকানন্দের ঘরে প্রবেশ করে। এই সময় লোহার রড, পাইপ ইত্যাদি ব্যবহার করে ঐ নারী, তার স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ অন্যান্য সদস্যদের গুরুতর আহত করে।
স্বজনদের অত্যাচারে এই নারী মারাত্মকভাবে আহত হয়, একই দিন রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া মহিলার স্বামী বিবেকানন্দ ও শ্বশুর-শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/48hrwdys


