কুশ তেপা ও দরযাব জেলায় বিদ্যুৎ সরবরাহে ১.৮৮৬ বিলিয়ন আফগানি মূল্যের চুক্তি সাক্ষর

0
25

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাওযজান প্রদেশের দুর্গম কুশ তেপা ও দরযাব জেলায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পানি ও জ্বালানি মন্ত্রণালয় (MoEW) দেশীয় প্রতিষ্ঠান স্টেট কর্পসের সঙ্গে ১.৮৮৬ বিলিয়ন আফগানি মূল্যের এই চুক্তি সাক্ষর করে। অনুষ্ঠানে অর্থনৈতিক বিষয়ক উপ প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য শক্তি বিভাগের পরিচালক মৌলভী আবদুর রহমান রহমানী হাফিযাহুল্লাহ জানান, এই প্রকল্পের মাধ্যমে কুশ তেপা ও দরযাব জেলার প্রায় সকল পরিবারকেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে। প্রকল্পের আওতায় প্রাদেশিক রাজধানী শিবরগান থেকে ৮৫.৪ কিলোমিটার দীর্ঘ একটি ট্রান্সমিশন লাইন নির্মাণ, সাবস্টেশন স্থাপন এবং উভয় জেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।

স্টেট কর্পসের প্রতিনিধি আলাউদ্দিন সালিম এই উদ্যোগকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, প্রকল্পটি তিন বছরের মধ্যে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তিনি উল্লেখ করেন যে স্টেট কর্পসের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি কোম্পানির তুলনায় প্রকল্প বাস্তবায়নে বেশি নিষ্ঠাবান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আফগানিস্তানের খনিজ খাতের রাজস্ব থেকে এই প্রকল্পের অর্থায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে জাওযজান প্রদেশের উল্লিখিত দুই জেলার প্রায় ৪৭ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। মন্ত্রণালয় প্রকল্পটি সময়মতো ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি জোরালো তাগিদ দিয়েছে।


তথ্যসূত্র:
1. Power project signed to electrify 47,000 homes in Jawzjan
– https://tinyurl.com/y5jpx4cr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঞ্জশির থেকে বাদাখশান প্রদেশ পর্যন্ত ২৯৫ কিলোমিটার রাস্তা নির্মাণ সমাপ্ত