
আফগান-তাজিকিস্তান সীমান্তে সংঘটিত সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার বিশদ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ।
২৭ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন বিষয়ক বার্ষিক এক স্মৃতিচারণমূলক সভায় তিনি এই ঘোষণা জানান। সংশ্লিষ্ট ঘটনা বিষয়ে তাজিক পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলে জানান মুত্তাকি হাফিযাহুল্লাহ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে উভয় দেশ একসাথে কাজ করে যাবে বলে তিনি তুলে ধরেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্ভবত কিছু ক্ষতিকারক গোষ্ঠী দুই প্রতিবেশী দেশের সুসম্পর্ক নষ্ট করতে চায় এবং একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
তাজিকিস্তান পক্ষ জানায়, গত এক মাসে আফগান ভূখণ্ড থেকে তাজিকিস্তানে সীমান্ত এলাকায় ৩টি হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া সভায় আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেছেন মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, পাকিস্তান হয়ে বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে নতুন বাণিজ্যিক পথ প্রতিষ্ঠা করেছে ইমারাতে ইসলামিয়া। অসংখ্য নতুন কারখানা নির্মিত হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি, গ্যাস, আটাসহ বিভিন্ন পণ্যে আজ আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণ, আফগানিস্তানে এগুলোর দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম।
আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করবে ইমারাতে ইসলামিয়া, একই সাথে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষায়ও প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, আমরা চাই না যে আফগানিস্তান বিশ্বের বড় শক্তিগুলোর জন্য আবারও নেতিবাচক প্রতিযোগিতার কেন্দ্র হয়ে উঠুক। বরং আমাদের লক্ষ্য হল আফগানিস্তানকে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা।
তিনি সংলাপের মাধ্যমে আঞ্চলিক সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেছেন, পাশাপাশি তিনি উল্লেখ করেন, আফগানিস্তান আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সমৃদ্ধি চায়, আফগান অর্থনীতি প্রতিবেশী দেশের অর্থনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/54tu64aj


