
ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ কাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে। সম্প্রতি পারওয়ান প্রদেশে আলী জেলার সিয়া খারাক গ্রামে নতুন একটি পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ চূড়ান্ত ও সক্রিয় করেছে এই মন্ত্রণালয়। এতে ব্যয় হয়েছে ২৩ লক্ষ আফগানি।
এই ব্যবস্থাপনায় ৩০ হাজার লিটার পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৪ হাজার মিটার বিস্তৃত পাইপলাইন স্থাপনের মাধ্যমে ৮০টি পানির কল সংযুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ২৭ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।
প্রকল্পটি সম্পন্ন হওয়ার ফলে উক্ত গ্রামের ১৯২টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা লাভ করছে। এছাড়া এটি বাস্তবায়নকালে অসংখ্য শ্রমিক কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, ক্ষমতায় আসার পর গ্রামাঞ্চলে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে দেশব্যাপী অসংখ্য পানি সরবরাহ কাঠামো নির্মাণ সফলভাবে সম্পন্ন করেছে পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4b3e9ans


