
দীর্ঘ ক্রান্তিলগ্নে আফগান জাতি ও জনগণকে সর্বশক্তিমান আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কারণ তারা সর্বদাই আলেম-ওলামাদের সান্নিধ্যে ছিলেন। নবী-রাসূলদের পর আলেমরাই উম্মাহকে পুনর্গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত, তাঁরা আম্বিয়াদের উত্তরাধিকারী। আফগানিস্তানের যুবক কিংবা বৃদ্ধ, পুরুষ কিংবা নারী, সকলেই আলেমদের প্রতি বিশ্বাস রাখেন।
মহান আল্লাহর নির্দেশনা অনুসরণ ও আলেমদের শিক্ষা মেনে চলার মাধ্যমেই দখলদারদের বিরুদ্ধে আফগান জাতির বিজয় অর্জিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন বিষয়ক স্মৃতিচারণমূলক এক অনুষ্ঠানে এই সকল মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার জাতীয় রেডিও ও টেলিভিশন (RTA) এর পরিচালক ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, যে জাতি আলেমদের উপর নির্ভর করে, এমন দেশগুলো সর্বদা সফল ও গর্বিত হয়েছে। তারা যে কোনও দখলদারিত্বের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে।
তিনি আলেমদেরকে সূর্যের আলোর সাথে তুলনা করে বলেন, কেউ যদি এই আলো আঁকড়ে ধরে, সে সব ধরনের বিপদাপদ থেকে নিরাপদ থাকে। তারা কোনও গর্তে পতিত হয় না বা অন্য কোন সমস্যার সম্মুখীন হয়। অপরদিকে যদি কেউ এই আলো থেকে নিজেদের দূরে রাখে, তবে সে সব ধরনের বিপদাপদের সম্মুখীন হয়।
আলেমদের প্রতি আফগান জনগণের অকুণ্ঠ সমর্থন উল্লেখ করে তিনি বলেন, আফগান মুসলমানগণ আলেমদের দেখানো পথে চলেছেন। তাই খুব সীমিত সামর্থ্য সত্ত্বেও তারা দৃঢ়তা, সম্মান, ও বীরত্বের সাথে বড় উপনিবেশকারী শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।
তারা শহীদ হয়েছেন, শরণার্থী হয়েছেন, আহত ও জেলবন্দি হয়েছেন। কিন্তু এরপরেও কাফেরদের দাসত্ব মেনে নেন নি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mv88ajze


