হিমাচল প্রদেশে আরও এক কাশ্মীরি শাল ব্যবসায়ী হিন্দুত্ববাদীদের নির্যাতনের শিকার

0
10

ভারতের হিমাচল প্রদেশে আরও এক কাশ্মীরি শাল ব্যবসায়ী হিন্দুত্ববাদীদের নির্যাতনের শিকার হয়েছে। প্রদেশটির সোলান জেলার কাসৌলি এলাকায় এই ঘটনা ঘটেছে। উক্ত মুসলিম ব্যবসায়ীকে হেনস্থা করা হয়েছে, গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য শাল ব্যবসায়ীদের উপরও হামলা ও লুটপাটের চেষ্টা করেছে হিন্দুত্ববাদীরা।

গত ২৯ ডিসেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে এই তথ্য জানানো হয়েছে।

হামলাকারীরা তাকে ভারত থেকে বের হয়ে যেতে আর পাকিস্তান চলে যেতে বলে অপমানিত করেছে। চলতি বছরে হিমাচল প্রদেশে মোট ১৭ বার কাশ্মীরি মুসলিম নির্যাতনের এমন ঘটনার কথা জানা গেছে।

উল্লেখ্য যে, শীত মৌসুমে কাশ্মীরি শাল বিক্রেতারা ব্যবসার উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন। আর এই সুযোগে হিন্দুত্ববাদী প্রশাসনের ছত্রছায়ায় কাশ্মীরি মুসলমানদের আতঙ্কিত রাখতে তাদের উপর উপর্যুপরি হামলা করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকগণ।

এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ) জানায়, ভারত জুড়ে কাশ্মীরি শাল বিক্রেতাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ভীতি প্রদর্শনের একটি অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এর আগে বিগত সপ্তাহে হিমাচলের কাংড়া জেলায় জাহাঙ্গীর আহমেদ নামে আরেক কাশ্মীরি শাল বিক্রেতাকে নৃশংসভাবে মারধর করেছে হিন্দত্ববাদীরা। তখন আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেসময় হিন্দুত্ববাদীরা হুমকি দেয়, কাশ্মীরিদের আর এই অঞ্চলে কাজ করতে দেওয়া হবে না।

কাশ্মীর সংশ্লিষ্ট প্রতিনিধিদের অভিযোগ, বারবার হামলায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সম্প্রীতি নষ্ট হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে এর সমাধানে কোনও দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/457h2f7m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমজুদদারি প্রতিরোধে আফগানিস্তানের হেরাতে বাজার ও খাদ্য গুদামসমূহে স্থানীয় প্রশাসনের তদারকির নির্দেশনা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যু; তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা