ইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশে টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ, সক্রিয় হলো ২৬টি নতুন সাইট

0
18

ইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশে টেলিযোগাযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৬টি নতুন টেলিযোগাযোগ সাইট চালু করা হয়েছে। এর ফলে কয়েক হাজার পরিবার আধুনিক টেলিযোগাযোগ সেবার আওতায় এসেছে।

ঘোর প্রদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মৌলভী মোহাম্মদ ইউসুফ হাফিযাহুল্লাহ জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রদেশের বিভিন্ন এলাকায় মোট ২৬টি টেলিযোগাযোগ সাইট চালু করা হয়েছে এবং বর্তমানে সাধারণ জনগণ এগুলো ব্যবহার করছেন।

তিনি বলেন, এসব সাইটের মধ্যে ১২টি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে এক মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে স্থাপন করা হয়েছে। বাকি ১৪টি সাইট সংশ্লিষ্ট টেলিযোগাযোগ কোম্পানিগুলোর নিজস্ব উদ্যোগে চালু করা হয়।

তিনি আরও জানান, এই টেলিযোগাযোগ সাইটগুলো পাসাবন্দ, দু লায়না, মুর্ঘাব, চারসাদা, দৌলত ইয়ার, সাঘার, তাইওরা, তুলাক, লাল ওয়া সারজাঙ্গল জেলা এবং প্রাদেশিক রাজধানী ফিরোজকোহে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ভয়েস ও ইন্টারনেট সেবা প্রদান করছে।

নতুন এসব টেলিযোগাযোগ সাইট চালুর ফলে ঘোর প্রদেশে প্রায় ৭০ হাজার পরিবার সরাসরি যোগাযোগ সেবার আওতায় এসেছে। এতে করে প্রদেশটির বিভিন্ন দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের দৈনন্দিন যোগাযোগ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 26 New Telecommunication Sites Activated in Ghor
– https://tinyurl.com/mr8htz35

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে কাবুলে আরও ১টি ফ্লাইওভার নির্মাণ শুরু, মেগাপ্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ
পরবর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাব মুজাহিদদের হামলায় শত্রুর সামরিক যান ধ্বংস