যানজট নিরসনে কাবুলে আরও ১টি ফ্লাইওভার নির্মাণ শুরু, মেগাপ্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ

0
14

৩০ ডিসেম্বর কাবুল প্রাদেশিক কার্যালয়ের সামনে নতুন একটি ফ্লাইওভার নির্মাণ প্রকল্প উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ। এই সময় আরও উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে কাবুল পৌরসভার বাস্তবসম্মত প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেছেন হানাফি হাফিযাহুল্লাহ।

এই সময় তিনি মধ্য কাবুলে ২৮৩ মিটার দৈর্ঘ্য ও ১৮ মিটার প্রস্থের একটি বিস্তৃত ফ্লাইওভার নির্মাণের উদ্বোধন ঘোষণা করেন। এতে ব্যয় হবে ৪৬ লক্ষ ২০ লক্ষ আফগানি। আগামী ১৫ মাসের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরে কাবুল পৌরসভার অধীনে ২৫৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন আছে, এর মধ্যে ২০০টি প্রকল্পে বর্তমানে নির্মাণ কাজ চলছে।

এছাড়া গত ৪ বছরে প্রধান ও শাখা সড়ক মিলিয়ে ৩৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন ও চালু করেছে কাবুল পৌরসভা। ১৪০৪ সৌরহিজরি সালে কাবুল পৌরসভার উন্নয়নে ৮১১.৩ কোটি আফগানি বাজেট বরাদ্দ করা হয়েছে। এই বাজেট সম্পূর্ণ প্রয়োগের ফলে নগরের উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন সাধিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্রাফিক সাইন ও বোর্ড স্থাপন, পার্কিং সুবিধা নির্মাণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পসহ পৌরসভার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন উপপ্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভবিষ্যতে শহরের রাস্তায় মেট্রো, ট্রামওয়ে ও বিআরটি (দ্রুত বাস ট্রানজিট) সিস্টেম চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এই সকল উদ্যোগ কাবুল ও অন্যান্য শহরে পরিবেশগত মান উন্নয়ন, সবুজায়ন এবং শহুরে নান্দনিকতায় অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সামাজিক কল্যাণ প্রসারে ইমারাতে ইসলামিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উপপ্রধানমন্ত্রী হানাফি হাফিযাহুল্লাহ। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল রাখতে কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/26dnpsrf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুজাহিদদের হাতে মালির রাজধানী বামাকোর কেন্দ্রীয় কারাগারের প্রধান সহ আটক ৩
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশে টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ, সক্রিয় হলো ২৬টি নতুন সাইট