
পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(০২ জানুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানায় বিস্কুট, কেকসহ নানা খাদ্যসামগ্রী উৎপাদন করা হয়।
আক্রান্ত শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো রাতের শিফটে কাজ করছিল তারা। রাত ৯টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোররাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরো অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার পর থেকেই একাধিক নারী শ্রমিক অসুস্থ বোধ করতে থাকে।
এ বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানায়, ‘রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।’
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম বলেন, ‘ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে, বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।’
তথ্যসূত্র:
https://tinyurl.com/44msnf7s


