
চলতি সৌর বছরে আফগানিস্তানে রেলপথে পণ্য পরিবহন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, রেল পরিবহনের পরিমাণ আগের বছরের তুলনায় ১৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দেশের পরিবহন ও বাণিজ্য খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত রেলপথে পরিবাহিত পণ্যের পরিমাণ ২৩ লাখ টন ছাড়িয়েছে। এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশের বেশি। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বছরের প্রথম আট মাসে রেল পরিবহনে মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশে, যার মধ্যে সর্বশেষ দুই মাসে পরিবহনের হার ছিল সর্বাধিক।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ বলেন, চলতি বছরের প্রথম আট মাসের পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে যে রেল পরিবহনে ধারাবাহিক উন্নতি ঘটছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এই অগ্রগতি আরও জোরদার হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের ভেতরে রেলপথ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে আফগানিস্তান আন্তর্জাতিক পরিবহনের পাশাপাশি অভ্যন্তরীণ পণ্য পরিবহনেও রেলপথকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে।
এদিকে বেসরকারি খাতের প্রতিনিধিরা রেললাইন উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, রেল অবকাঠামো শক্তিশালী হলে আফগানিস্তানের রপ্তানি পণ্য স্বল্প ব্যয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে পৌঁছানো সম্ভব হবে।
অর্থনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, রেল পরিবহন ব্যবস্থা সম্প্রসারিত হলে দেশের খনিজ ও শিল্পজাত পণ্যের পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
বিশ্লেষকদের মতে, রেলপথভিত্তিক পরিবহন ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন আফগানিস্তানকে একটি কার্যকর আঞ্চলিক ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। গণপূর্ত মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে সঠিক পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রেল পরিবহন ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তথ্যসূত্র:
1. Afghanistan’s rail transport grows over 18 percent this year: MoPW
– https://tinyurl.com/3wdnaxd3


