লালমনিরহাট সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণের চেষ্টা

0
25

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ ব্রিজ নির্মাণের চেষ্টা করে। এতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাধা দিলে পিছু হটে বিএসএফ সদস্যরা।

শুক্রবার (০২ জানুয়ারি) জুমার নামাজের সময় সুযোগ নিয়ে শূন্যরেখার ৮২৮/২ এস এর নিকট মেইন সীমান্ত পিলার এলাকায় শতাধিক বিএসএফ সদস্যরা এই নির্মাণকাজ শুরু করে।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবি অধীন ধবলসুতী বিওপিকে অবহিত করেন। খবর পেয়ে ধবলসুতী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেন।

পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/23azbk4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফুসফুস জনিত জটিলতায় হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন
পরবর্তী নিবন্ধদেশের বাজারে তীব্র এলপিজি সংকট, দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না সিলিন্ডার