বানিজ্যিক পণ্যে অগ্নি ঝুঁকি রোধে উজবেকিস্তান হতে ইমারাতে ইসলামিয়ার ৮টি অগ্নিনির্বাপক যান ক্রয়

0
51

অগ্নি ঝুঁকি রোধের লক্ষ্যে উজবেকিস্তান হতে ৮টি অগ্নিনির্বাপক যান ক্রয় করেছে ইমারাতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন শুল্ক বিভাগ। ২০ লক্ষ ৩৬ হাজার ডলারের অধিক মূল্যে এই যানগুলো ক্রয় করা হয়েছে। আফগানিস্তানের হাইরাতান, আকিনা, নানগারহার, হেরাত, ফারাহ, নিমরুজ ও কান্দাহারের শুল্ক অফিসসমূহে এই যানসমূহ ব্যবহৃত হবে।

মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টের বার্তায় গত ১ জানুয়ারি এই তথ্য জানানো হয়েছে।

উজবেকিস্তান ও ইমারাতে ইসলামিয়া সরকারের মধ্যে সম্পাদিত চুক্তির ফলে এই গাড়িগুলো ক্রয় প্রক্রিয়া সহজতর হয়েছে। এগুলো ২০২৫ সালে তৈরি করা হয়েছে, প্রতিটি গাড়ি ১০ হাজার লিটার পানি ধারণে সক্ষম। অর্থ মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটের অর্থায়নে যানসমূহ ক্রয় করা হয়েছে।

উল্লেখ্য যে, বাণিজ্য বৃদ্ধির অনুকূল পরিবেশ প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়া সরকার। তাই বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের শুল্ক কাঠামোসমূহে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Firefighting vehicles worth over $2 million procured for customs
– https://tinyurl.com/muu7y6sw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের অভিযানে সরবরাহ ডিপো ধ্বংস: ২ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ: মাইদান ওয়ার্দাকে মার্কিন ড্রোন বিধ্বস্ত