
মাইদান ওয়ার্দাক প্রদেশে সম্প্রতি বিধ্বস্ত হওয়া একটি ড্রোনকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন, যা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্রগুলো জানিয়েছে, মাইদান ওয়ার্দাক প্রদেশে বিধ্বস্ত ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এমকিউ–৯ রিপার মডেলের একটি সামরিক ড্রোন। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ড্রোনটি ছিল পূর্ণাঙ্গ সামরিক মানের।
সামরিক বিশ্লেষক আসাদুল্লাহ নাদিম বলেন, বিধ্বস্ত ড্রোনটি ছিল একটি মার্কিন এমকিউ–৯ রিপার। তার মতে, এটি একটি উন্নত প্রযুক্তির, ভারী এবং ব্যয়বহুল ড্রোন, যার বাজারমূল্য আনুমানিক তিন থেকে চার কোটি মার্কিন ডলারের মধ্যে।
ড্রোনটি ০১ জানুয়ারি, বৃহস্পতিবার মাইদান শহরের নিকটবর্তী একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এমকিউ–৯ রিপার ড্রোনটি পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মার্কিন বিমান বাহিনী।
এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা ধারাবাহিকভাবে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছেন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ গত বছরের নভেম্বরে এক বিবৃতিতে বলেন, মার্কিন ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আফগানিস্তানের আকাশে প্রবেশ করছে, যা দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, এর আগেও কান্দাহার প্রদেশের রেগিস্তান জেলার একটি দুর্গম এলাকায় অনুরূপভাবে আরেকটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।
তথ্যসূত্র:
1. Sources: U.S. MQ-9 Reaper Drone Crashed in Maidan Wardak
– https://tinyurl.com/4mfmxx3v


