
সোমালিয়ার মধ্য শাবেল অঞ্চল থেকে স্থানীয় গণমাধ্যম সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা দেশটির গুরুত্বপূর্ণ ওয়ারগাধি শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২ জানুয়ারি শুক্রবার, মধ্যরাত থেকে সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের কৌশলগত ওয়ারগাধি শহরে সামরিক অপারেশন শুরু করেন। শহর জুড়ে তীব্র এই অভিযানের মাধ্যমে হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত মার্কিন প্রশিক্ষিত সোমালি সোমালি স্পেশাল ফোর্স এবং মোগাদিশু সরকারি মিলিশিয়াদের সমস্ত সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিতে থাকেন। এই ধারাবাহিকতায় ভোরবেলায় মুজাহিদিনরা শহরের কেন্দ্রে এসে পৌঁছান এবং মোগাদিশু বাহিনীর সাথে ভারী লড়াইয়ে অবতীর্ণ হন। শহরের কেন্দ্রে মুজাহিদিনরা পৌঁছানোর আগেই অনেক শত্রু সৈন্য মুজাহিদদের অগ্রগতি সংবাদ পেয়ে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। ফলে কেন্দ্রে মুজাহিদিনরা ভোরে তীব্র আক্রমণ শুরু করলে শহরের প্রতিরক্ষার দায়িত্বে থাকা মোগাদিশু বাহিনীর অল্প সময়ের মধ্যেই পরাজয় বরণ করে।
ওয়ারগাধি শহর জুড়ে এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদদের বৃহৎ পরিসরের কয়েক ঘন্টার তীব্র স্থল আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়। আর অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি এবং অবস্থানগুলো ছেড়ে গেলে মুজাহিদিনরা শহর ও এর আশপাশের সমস্ত সামরিক ও সরকারি স্থাপনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য যে, মধ্য শাবেলির আদেল জেলার অন্তর্গত ওয়ারগাধি শহরটি তার অবস্থানের কারণে কৌশলগত এবং প্রতীকী উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। আশ-শাবাব কর্তৃক শহরটি বিজয় মোগাদিশু প্রশাসনের জন্য, বিশেষ করে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে, উল্লেখযোগ্য সামরিক ও নিরাপত্তাগত প্রভাব ফেলবে।
স্থানীয় মূল্যায়ন অনুসারে, মোগাদিশু বাহিনী এই শহরটি হারানোর ফলে মোগাদিশু এবং সোমালিয়ার মধ্যাঞ্চলের মধ্যে যাতায়াতের জন্য মোগাদিশু বাহিনীর ব্যবহৃত একমাত্র উপকূলীয় পথটি কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পথটি মোগাদিশু বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ এবং ট্রানজিট করিডোর ছিল।
শহরটিতে আশ-শাবাবের শক্তিবৃদ্ধির ফলে খুব দ্রুতই মোগাদিশু বাহিনী জালাজদুদ এবং মুদুগ রাজ্যের অন্যান্য ফ্রন্টলাইন থেকে সরে যেতে বাধ্য হতে পারে, যার মধ্যে ওয়ারগাধি সংলগ্ন মাসাগাওয়া, সেইসাথে আইলধীর এবং জারারধীর শহরও অন্তর্ভুক্ত। এমনিভাবে মধ্য শাবেলি রাজ্যের জাজি কালি, রাগা সিলে এবং আদেল শহরগুলো – আগামী দিন বা সপ্তাহগুলিতে আশ-শাবাবের ঘেরাও এবং তীব্র লড়াইয়ের উচ্চ ঝুঁকিতে পড়বে। ফলে এসকল অঞ্চলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4nrpd5rv


