এবার যশোরে বিএনপি নেতাকে মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যা

0
47

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। ৩ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। ওইসময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বামপাশে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন, আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপির নেতাকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yppkkvyf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান সমাজে সংস্কৃতি ও শিল্পচর্চা ইসলামের আলোকে হতে হবে: তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী
পরবর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের অভিযানে সরবরাহ ডিপো ধ্বংস: ২ শত্রু সেনা নিহত