
আন্তর্জাতিক কারুশিল্পের মঞ্চে আবারও নিজস্ব মর্যাদা ও ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে আফগান কার্পেট। তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬–এ অংশগ্রহণকারী ১৯টি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে আফগান কার্পেট।
আফগান কার্পেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, তুরস্কের ইস্তাম্বুলে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ডোমোটেক্স আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আফগানিস্তান থেকে ছয়জন কার্পেট ব্যবসায়ী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই প্রদর্শনীটি হাতে তৈরি ও যন্ত্রে তৈরি কার্পেট প্রদর্শনের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কার্পেট একসঙ্গে উপস্থাপিত হয়। মান, নকশা ও কারুশিল্পের সূক্ষ্মতার কারণে কার্পেট প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করতে সক্ষম হয় আফগানিস্তান।
দীর্ঘদিন ধরেই আফগান কার্পেট বিশ্ববাজারে তার স্বকীয়তা ও মানের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে এই কারুশিল্প আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছে। ডোমোটেক্স আন্তর্জাতিক প্রদর্শনীতে শীর্ষস্থান অর্জনের এই সাফল্য আফগান কার্পেটের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র:
1. Afghan Carpets Shine at International Exhibition
– https://tinyurl.com/32ndbwc9


