আন্তর্জাতিক প্রদর্শনীতে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল আফগান কার্পেট

0
41

আন্তর্জাতিক কারুশিল্পের মঞ্চে আবারও নিজস্ব মর্যাদা ও ঐতিহ্যের স্বাক্ষর রেখেছে আফগান কার্পেট। তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬–এ অংশগ্রহণকারী ১৯টি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে আফগান কার্পেট।

আফগান কার্পেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, তুরস্কের ইস্তাম্বুলে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ডোমোটেক্স আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে আফগানিস্তান থেকে ছয়জন কার্পেট ব্যবসায়ী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই প্রদর্শনীটি হাতে তৈরি ও যন্ত্রে তৈরি কার্পেট প্রদর্শনের একটি স্বতন্ত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কার্পেট একসঙ্গে উপস্থাপিত হয়। মান, নকশা ও কারুশিল্পের সূক্ষ্মতার কারণে কার্পেট প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করতে সক্ষম হয় আফগানিস্তান।

দীর্ঘদিন ধরেই আফগান কার্পেট বিশ্ববাজারে তার স্বকীয়তা ও মানের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে এই কারুশিল্প আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছে। ডোমোটেক্স আন্তর্জাতিক প্রদর্শনীতে শীর্ষস্থান অর্জনের এই সাফল্য আফগান কার্পেটের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


তথ্যসূত্র:
1. Afghan Carpets Shine at International Exhibition
– https://tinyurl.com/32ndbwc9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পরিবহন অবকাঠামো উন্নয়নে ৪৬টি বৃহৎ প্রকল্পের কাজ শুরু
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কান্দাহার থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হলো ২ হাজার ৫০০ কেজি মধু