২০২৫ সালে ভারতে কমপক্ষে ৫০ জন মুসলমান নির্বিচার হত্যাকাণ্ডের শিকার: সাউথ এশিয়া জাস্টিসের প্রতিবেদন

0
10

২০২৫ সালে ভারতে কমপক্ষে ৫০ জন মুসলমান নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ২৭টি হত্যাকাণ্ড মুসলিম পরিচয়ের কারণে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক সংঘটিত হয়েছে। এছাড়া ২ শিশুসহ অন্তত ২৩ জন মুসলিম পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত হয়েছে। সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া উগ্র হিন্দুত্ববাদীদের নিপীড়নের শিকার হয়ে ২ মুসলমানের আত্মহত্যার ঘটনাও প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে। নির্বিচারে গ্রেপ্তার, বাংলাভাষী মুসলমানদের ব্যাপকভাবে বহিষ্কার এবং মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত অন্যান্য নৃশংসতার ব্যাপারে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিহত ২৭ জনের মধ্যে ৯ জনকে হত্যা করা হয়েছে গরু চুরির ভুয়া অভিযোগে। এর মধ্যে কমপক্ষে ৫ জনকে (৪ জন্য মুসলিম ও ১ জন দলিত) বাংলাদেশী বা ‘অবৈধ অভিবাসী’ বলে অভিযুক্ত করে হত্যা করা হয়েছে। বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ভারত সরকারের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণেই এরূপ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে।

২০২৫ সালে উত্তর প্রদেশে পুলিশ এনকাউন্টারে অন্তত ৬ জন মুসলিমকে হত্যা করা হয়েছে। এছাড়া হাফ-এনকাউন্টারে কয়েক ডজন মুসলিমকে পঙ্গু করা হয়েছে। ৪টি রাজ্যে পুলিশের হেফাজতে বা আটকের পরপরই মারা গেছেন কমপক্ষে ৫জন মুসলিম। ১৩টি রাজ্য জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কমপক্ষে ২৬টি পরিকল্পিত গণসহিংসতার ঘটনা ঘটেছে। একই সাথে ধর্মীয় বিদ্বেষের ফলস্বরূপ শত শত ব্যক্তিগত আক্রমণ ঘটেছে।

এছাড়া বিভিন্ন উচ্ছেদ অভিযানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, গত মার্চে রাজস্থানে এক বাড়িতে পুলিশের রেইড অভিযানে দেড় মাস বয়সী এক মুসলিম শিশুকে পিষ্ট করে হত্যা করা হয়। নভেম্বরে দিল্লিতে একটি বিয়ের শোভাযাত্রায় ১৪ বছর বয়সী মুসলিম ছেলেকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে সর্বাধিক নির্বিচার হত্যাকাণ্ড ঘটেছে অবৈধভাবে দখলকৃত জম্মু-কাশ্মীর অঞ্চলে।

২০২৬ সালে অনুপ্রবেশের সাথে সাথে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা ও নিষ্ঠুরতা আরও বৃদ্ধি পেয়েছে। এই সকল ঘটনাপ্রবাহ মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতা বিপজ্জনকভাবে একটি নর্মালাইজেশনের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে পর্যবেক্ষকরা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3rc4ccyz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করতে যাচ্ছে ভারত