
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কান্দাহার প্রদেশের শাহওয়ালীকোট–তারিনকোট সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে। ১৪ জানুয়ারি, বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৭৯২ মিলিয়ন আফগানি ব্যয়ে শাহওয়ালীকোট–তারিনকোট সড়কের ২৪ কিলোমিটার অংশের মৌলিক নির্মাণকাজ শুরু করা হয়েছে। সড়কটি কান্দাহার প্রদেশের তাগরাক এলাকা থেকে শুরু হয়ে তানাউচি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রকল্পের আওতায় ৬৭টি কালভার্ট এবং প্রায় ৭ কিলোমিটার নালা নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় অনেক বাসিন্দার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের জীবিকা নির্বাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে উরুজগান প্রদেশের শাহওয়ালীকোট জেলার বাসিন্দাদের যাতায়াতজনিত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র:
1. کار اعمار ۲۴ کیلومتر سرک شاهولیکوت – ترینکوت جریان دارد
– https://tinyurl.com/5n7pr6h6


