২০৭ আল-ফারুক আর্মি কর্পসের অভিযানে সামরিক যান পুনরুদ্ধার

0
13

২০৭ আল-ফারুক আর্মি কর্পসের সংগ্রহ কমিশন হেরাত প্রদেশের আদ্রাস্কান ও গুজারা জেলা থেকে বেশ কয়েকটি সামরিক যান উদ্ধার করে কর্পসের সদর দপ্তরে স্থানান্তর করেছে।

২০৭ আল-ফারুক আর্মি কর্পসের প্রেস দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃত যানগুলোর মধ্যে রয়েছে সাতটি রেঞ্জার ট্রাক, সাতটি হামভি ট্যাংক, চারটি অ্যাম্বুলেন্স এবং একটি বিশেষ সামরিক যান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব যান পূর্বে বিভিন্ন ব্যক্তিদের দখলে এবং সামরিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত ও আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যানগুলো সংগ্রহ করে কর্পস সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সামরিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখল ও অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


তথ্যসূত্র:
1. The Collection Commission of the 207 Al-Farooq Army Corps has retrieved several military vehicles
– https://tinyurl.com/y8mdxhvh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, জানুয়ারি ২০২৬ ||
পরবর্তী নিবন্ধপর্যাপ্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশের একটি মসজিদকে অবৈধ ঘোষণা হিন্দুত্ববাদী প্রশাসনের