
ইমারাতে ইসলামিয়ার খনি ও পেট্রোলিয়াম বিভাগ কুনার প্রদেশে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিপুল অঙ্কের মূল্যবান পাথর বিক্রি করেছে।
কুনার প্রদেশের খনি ও পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে, প্রদেশের মূল্যবান পাথর প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এই প্রক্রিয়ার ফলে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ খনন ও চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিলাম থেকে প্রাপ্ত আয়ের দশ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে যার পরিমাণ ৪৭ মিলিয়ন আফগানি। কুনার প্রদেশে বহু সক্রিয় মূল্যবান পাথরের খনি রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রায় বিশ হাজার মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রকাশ্য নিলামের মাধ্যমে কুনার প্রদেশের মূল্যবান পাথরের বৈধ বিক্রি প্রক্রিয়া একদিকে যেমন রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হচ্ছে, তেমনি অন্যদিকে অবৈধ খনন ও পাচার রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ প্রদেশটির খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলছে।
তথ্যসূত্র:
1. Precious stones worth over 47 million afghanis auctioned in Kunar
– https://tinyurl.com/3yh9ey36


