স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ৯,৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর

0
17

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে দেশীয় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দা আফগানিস্তান ব্রেশনা শেরকতের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে মোট ৯,৪০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্রেশনার পরিকল্পনা বিভাগের প্রধান মোহাম্মদ নাসের আহমাদি জানান, এসব প্রকল্পের আওতায় কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তাপশক্তিসহ বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি বলেন, প্রকল্পগুলোর কারিগরি সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে কয়লাভিত্তিক উৎস থেকে তিনশ তেইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং দেশের তিনটি স্থানে শিগগিরই কাজ শুরু হবে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস থেকে একশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার কাজ বর্তমানে চলমান রয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আসবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক বিশ্লেষক আবদুল জুহুর মুদাব্বির বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে গ্যাস ও কয়লা উভয়ই বিদ্যুৎ উৎপাদনে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

এদিকে, ব্রেশনা এর আগে কাবুলের গ্রিন ইন্ডাস্ট্রিজ শিল্প পার্কে চৌত্রিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র, একশ ছাব্বিশ এমভিএ সাবস্টেশন এবং দুইশ বিশ কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণকাজ শুরু করেছে। প্রায় চার কোটি মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প ভবিষ্যতে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. DABS Signs Power Generation Agreements to Boost Domestic Production
– https://tinyurl.com/mnn2xvkb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগরু পাচারকারী অভিযোগ তুলে উড়িষ্যায় হিন্দুত্ববাদীদের নির্মম নির্যাতনের মুখে ১ মুসলমান নিহত
পরবর্তী নিবন্ধপুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট