
১৪ জানুয়ারি ভারতের ঝারখণ্ড রাজ্যে এক পরিযায়ী মুসলমান শ্রমিককে হত্যা করেছে স্থানীয় উগ্রবাদীরা। নিহত ব্যক্তি ৩০ বছর বয়সী আলাউদ্দিন শেখ, তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কুমারপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি ৫ বছর পূর্বে কাজের সন্ধানে প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডে যান। সেখানে তিনি হকার হিসাবে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
গত শুক্রবার ঝারখণ্ডে নিজ ভাড়াবাসা থেকে উক্ত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হলে পশ্চিমবঙ্গে বেলডাঙায় স্থানীয়দের মধ্যে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় ন্যায়বিচারের দাবিতে সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, হিন্দুত্ববাদী বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম পরিযায়ী শ্রমিকরা ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।
অপরদিকে এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছে ঝারখণ্ড পুলিশ। কিন্তু স্বজনদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তার দেহকে আত্মহত্যার মতো দেখাতে ঝুলিয়ে রাখে।
পরিবারের সদস্যরা জোরালোভাবে দাবি করেন, বাঙালি হওয়ার কারণে আলাউদ্দিন শেখকে বারবার হেনস্থা করা হয়েছে। তাকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে টার্গেট করেছে উগ্রবাদীরা।
এই হত্যাকাণ্ড ভারতে চলমান অনুপ্রবেশকারী বিতর্ক এবং জাতিগত বিদ্বেষকে আবারও সামনে নিয়ে এসেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2bty4vmv


