
ভারতের উড়িষ্যা রাজ্যে গরু পাচারকারী অভিযোগ তুলে ২ জন ব্যক্তিকে নির্মম নির্যাতন করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এরমধ্যে একজন ৩৫ বছর বয়সী মাকান্দার মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। গত ১৪ জানুয়ারি উড়িষ্যার বালাসোর জেলার আস্তিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ভোর ৫টা নাগাদ গবাদি পশু বহনকারী একটি পিক-আপ ভ্যান নিয়ে যাচ্ছিল এই দুই ভুক্তভোগী। এই সময় ধারালো অস্ত্রধারী হিন্দুত্ববাদীরা উক্ত গাড়ি আটক করে। এরপর তারা গাড়ির চালক ও হেল্পার মাকান্দার মোহাম্মদ দুই জনকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বালাসোর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হেল্পার মাকান্দার মোহাম্মদ মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সংশ্লিষ্ট একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ভুক্তভোগীদের ‘জয় শ্রীরাম’ ও ‘গো মাতা কি জয়’ স্লোগান দিতে বাধ্য করছে।
এই ঘটনায় থানায় দু’টি এফআইআর দায়ের করা হয়েছে। পরিচয় উল্লেখ করে ৫ অস্ত্রধারীর বিরুদ্ধে নৃশংস হামলা চালানোর অভিযোগ দায়ের করেছে নিহতের ভাই।
অপরদিকে বালাসোর সদর থানার এক পুলিশ কর্তৃক দায়েরকৃত এফআইআরে ঘটনাটিকে বেপরোয়া গাড়ি চালানোর ফলে গাড়ি উল্টে একটি সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া গাড়িচালক ও মালিকের বিরুদ্ধে উড়িষ্যা গোহত্যা প্রতিরোধ আইন, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং বিএনএস বিভাগের অধীনে অভিযোগ দেওয়া হয়েছে।
সামগ্রিক ঘটনাবলী উক্ত অঞ্চলে গবাদি পশু পরিবহনের সাথে সম্পর্কিত পেশাদারদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yz69xs9x


