৯টি ভাষায় পারদর্শী অসাধারণ প্রতিভাবান এক শিশুকে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক সম্মাননা প্রদান

0
35

আফগানিস্তানের হেরাত প্রদেশের বাসিন্দা ৯ বছর বয়সী শিশু মোহাম্মদ আমিরি। সে ইন্টারনেটে চর্চার মাধ্যমে এই অল্প বয়সেই ৯টি বিভিন্ন ভাষা রপ্ত করেছে। শিশুটির এই অসাধারণ প্রতিভা বিকাশে উৎসাহিত করতে ১৭ জানুয়ারি তাকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করেছেন ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানি হাফিযাহুল্লাহ।

শিশুটির এমন প্রতিভা অত্যন্ত বিরল ও ব্যতিক্রমী হিসেবে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শিশুটির শিক্ষা, প্রশিক্ষণ ও আর্থিক প্রয়োজন পূরণে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। তার উন্নত শিক্ষার জন্য যথোপযুক্ত শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, এছাড়া শিশুটির পিতার কর্মসংস্থানের জন্য একটি ট্যাক্সি গাড়ি প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন।

শিশুটির এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে ১ লক্ষ ৫০ হাজার আফগানি অর্থ ও একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/52dj2xuz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
পরবর্তী নিবন্ধগজনিতে ৮০০ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্প ঘোষণা