
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গজনি পৌরসভা আগামী বছরের জন্য প্রায় ৮০০ মিলিয়ন আফগানির একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে। এ লক্ষ্যে গজনি শহরের মেয়র ক্বালা-ই-মিরি এলাকার অন্তর্ভুক্ত ১১টি জেলার প্রতিনিধিদের সঙ্গে একটি পর্যালোচনা সভা করেন।
পৌরসভা বিষয়ক সাধারণ অধিদপ্তরের তথ্যমতে, সভায় অংশগ্রহণকারী এলাকাবাসী প্রধানত বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, খাল নির্মাণ এবং সড়ক অবকাঠামোর উন্নয়নের দাবি জানান। দীর্ঘদিনের এসব চাহিদা স্থানীয় জীবনযাত্রা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে প্রতিনিধিরা সভায় উল্লেখ করেন।
এ সময় গজনি শহরের মেয়র সকল নাগরিকের জন্য সমান পৌরসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং জানান, প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো আগামী বছর বাস্তবায়নের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, পরিকল্পিত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরের মৌলিক অবকাঠামো উন্নত হবে এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Ghazni Municipality Announces 800 Million Afghani Development Plan
– https://tinyurl.com/yt4v3xcv


