হায়রাতান বন্দর ঘিরে আফগান বাণিজ্যের নতুন সম্ভাবনা

0
7

পাকিস্তানের সঙ্গে সংযুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আফগানিস্তানের বৈদেশিক বাণিজ্যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের উত্তরাঞ্চলের হায়রাতান বন্দর ধীরে ধীরে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।

সীমান্ত বাণিজ্যের চাপ সামাল দিয়ে বিকল্প রুট হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে এই বন্দর, যার ফলে আমদানি ও রপ্তানি কার্যক্রমে উল্লেখযোগ্য গতি এসেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত তিন মাসে হায়রাতান বন্দর দিয়ে মোট ৯ লাখ ৮৫ হাজার টন পণ্য আমদানি এবং ৬২ হাজার টন পণ্য রপ্তানি হয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে আমদানি বেড়েছে ৬২ শতাংশ এবং রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ।

কর্মকর্তারা আরও জানান, বন্দরে নতুন আনলোডিং যন্ত্রপাতি সংযোজন এবং অতিরিক্ত শ্রমিক নিয়োগের ফলে পরিবহন কার্যক্রম আগের তুলনায় দ্রুততর হয়েছে। এর ফলে কোনো ধরনের বাধা ছাড়াই আমদানি–রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দিন ও রাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে ব্যবসায়ীদের একটি অংশ মনে করছেন, আফগানিস্তানের জন্য মধ্য এশিয়া একটি নির্ভরযোগ্য বিকল্প বাণিজ্যিক রুট হিসেবে গড়ে উঠছে। তারা হায়রাতান বন্দরে আরও সুযোগ-সুবিধা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

ব্যবসায়ী মোস্তফা মোমান্দ জানান, উজবেকিস্তানের বন্দরগুলো ব্যবহার করে আফগান পণ্য ইউরোপ পর্যন্ত পৌঁছানো হচ্ছে এবং এ ক্ষেত্রে উজবেকিস্তান আফগান বাণিজ্যের জন্য সহযোগিতামূলক ভূমিকা রাখছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে হায়রাতান বন্দর আফগানিস্তানের বাণিজ্য ও ট্রানজিট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক বিশ্লেষক কুতবুদ্দিন ইয়াকুবী বলেন, এই বন্দর বর্তমান চ্যালেঞ্জের মধ্যে আফগানিস্তানের বাণিজ্য ও পরিবহন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আফগানিস্তানের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতিতে হায়রাতান বন্দরের ক্রমবর্ধমান কার্যক্রম দেশটির বাণিজ্যিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


তথ্যসূত্র:
1. Trade Through Hairatan Port Rises After Closure of Pakistan Routes
– https://tinyurl.com/4xucr6c9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় হেরাত গ্র্যান্ড মসজিদ পার্কের পুনর্গঠন সম্পন্ন
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মামলা