
পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ দীর্ঘদিন বন্ধ থাকায় হেলমান্দ প্রদেশের তুলা রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশটির ব্যবসায়ীরা বিকল্প রপ্তানি পথ ও বাজার অনুসন্ধানের মাধ্যমে তুলা রপ্তানি কার্যক্রম সচল রাখতে সক্ষম হয়েছেন। এর ফলে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ, ইরান ও তুরস্কের বাজারে হেলমান্দের তুলা পৌঁছাতে শুরু করেছে।
হেলমান্দ প্রদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধিরা জানান, সাম্প্রতিক মাসগুলোতে আফগান তুলা আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চেম্বারের প্রধান গুলাম ইয়াহইয়া বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ অবরোধের ফলে ব্যবসায়ীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ, ইরান ও তুরস্কের বাজারে আফগান তুলা পাকিস্তানের তুলনায় অধিক মূল্যে বিক্রি হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য লাভজনক হয়ে উঠেছে।
প্রায় চার মাস ধরে পাকিস্তানের সঙ্গে স্থলবাণিজ্য কার্যত বন্ধ থাকার পর থেকেই আফগান ব্যবসায়ীরা বিকল্প পরিবহন ও রপ্তানি ব্যবস্থার দিকে ঝুঁকেছেন। এই উদ্যোগের অংশ হিসেবেই তুলা রপ্তানির গন্তব্য পরিবর্তন করা হয়। এর আগে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয় যে, বিকল্প বাণিজ্যপথ ব্যবহারের মাধ্যমে আফগানিস্তান তার বড় একটি অংশের বাণিজ্যিক ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, হেলমান্দ প্রদেশের তুলা নতুন বাজারে প্রবেশ করায় স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। পরিবর্তিত বাণিজ্য বাস্তবতায় বিকল্প পথ ও বাজার অনুসন্ধানের এই সাফল্য ভবিষ্যতে আফগান রপ্তানি খাতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Helmand Cotton Finds New Markets in Iran and Bangladesh Instead of Pakistan
– https://tinyurl.com/4bhfr2ry


