দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ সফরে আফগানিস্তানের প্রতিনিধি দল

0
62

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ। তাঁর সঙ্গে দেশটির একদল ব্যবসায়ীও সফরে অংশ নিয়েছেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করা। পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাব্য সুযোগসমূহ পর্যালোচনা এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলোও এই সফরের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সফরের মাধ্যমে আফগান ব্যবসায়ীদের জন্য নতুন বাজার চিহ্নিত করা, আফগান পণ্যের রপ্তানি সুযোগ বৃদ্ধি করা এবং আঞ্চলিক পর্যায়ে অর্থনৈতিক যোগাযোগ আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিনিধি দলটি বাংলাদেশে সংশ্লিষ্ট মহলের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাস্তবভিত্তিক সহযোগিতার পথ খোঁজার চেষ্টা করবে।

এ ধরনের সফর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. A delegation from the Ministry of Industry and Commerce has traveled to Bangladesh
– https://tinyurl.com/yr9smen9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহিন্দুত্ববাদী ভারতে গত কয়েক বছরে UAPA আইনের আওতায় হাজার হাজার নিরপরাধ নাগরিক গ্রেপ্তার, অধিকৃত কাশ্মীরে সর্বাধিক
পরবর্তী নিবন্ধকাবুলে তিন হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক হিমাগার উদ্বোধন