দুর্নীতির অভিযোগে মমতাজের চার বাড়ি ও প্লট জব্দের নির্দেশ

0
4

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ঢাকা এবং মানিকগঞ্জে অবস্থিত চারটি বাড়ি, পূর্বাচলের একটি প্লটসহ একাধিক স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালী ডিওএইচএসে একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এছাড়া মানিকগঞ্জে পাঁচ শতাংশ, সিংগাইরে সাত শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।

মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ি বাদে জব্দ হওয়া এসব সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সিরাজুল ইসলাম সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি হত্যাচেষ্টা ও দুর্নীতির একাধিক মামলায় কারাগারে রয়েছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/5n87jusd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বাদগিস প্রদেশে ৩১৫ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধপাবনায় নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর লাশ