কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

0
6

কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী থ্রি-পিস এবং বাজি উদ্ধার করল কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ জানুয়ারি রোববার সকাল আটটায় কুমিল্লা জেলার সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। ১৮ জানুয়ারি সকাল আটটায় কুমিল্লা জেলার সদর উপজেলার আওতাধীন যশপুর বিওপি-এর টহল-দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ২৫০ গজ বাংলাদেশের ভেতরে মুড়াপাড়া এবং ১০০ গজ ভেতরে পাহাড়পুর নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রি-পিস এবং বাজি জব্দ করে। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/4x4r6dx5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উত্তরে ওয়ারশেখ শহরতলির সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের ব্যাপক হামলা; ৪ সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার উদ্যোগে সারাদেশে লালিত হচ্ছে দশ হাজারের বেশি এতিম শিশু