
উত্তরপ্রদেশের বেরেলি জেলায় একটি ব্যক্তিগত বাড়িতে বিনা অনুমতিতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জন মুসলিমকে আটক ও জরিমানা করেছে হিন্দুত্ববাদী প্রশাসন।
১৮ জানুয়ারি পিটিআই সংবাদ সংস্থার দেয়া তথ্যমতে, শান্তি ভঙ্গ আইনের অধীনে এই ১২ জনকে চালান দেওয়া হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করে।
পুলিশ সুপার আনশিকা ভার্মা জানায়, মোহাম্মদগঞ্জ গ্রামের একটি খালি বাড়ি অস্থায়ী মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আইন অনুযায়ী বিনা অনুমতিতে নতুন কোনও ধর্মীয় কার্যকলাপ বা জমায়েত নিষিদ্ধ। যদি এই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে হিন্দুত্ববাদী এই পুলিশ।
প্রাথমিক তদন্তের আলোকে পুলিশ জানায়, বাড়িটি হানিফ নামে এক ব্যক্তির, এই বাড়ি জুমার নামাজের জন্য সাময়িকভাবে ব্যবহার করা হত। তবে সেখানে মাদ্রাসা বা প্রাতিষ্ঠানিক ধর্মীয় কার্যকলাপের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
ব্যক্তিগত বাড়িতে নামাজ আদায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ভিডিও বেশ কয়েকটি হিন্দুত্ববাদী অ্যাকাউন্টে থেকে শেয়ার করা হয়েছে। এই সকল পোস্টে মুসলমানদের প্রতি কটাক্ষ করে ঘৃণামূলক মন্তব্য ছড়ানো হয়েছে।
সারাদেশে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত বাড়িতে মুসলমানগণ জামাআতবদ্ধ নামাজ আদায় করে থাকে। বিশেষ করে যেখানে মসজিদে প্রবেশাধিকারের সুযোগ কম বা পর্যাপ্ত নামাজের জায়গার অভাব রয়েছে সেখানে এটি সাধারণ ব্যাপার। উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের ইসলাম বিদ্বেষ কতটা ব্যাপক তা উক্ত ঘটনা থেকে প্রতীয়মান হয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2wmb2x3b
2. https://tinyurl.com/2sefeh8z


