ময়মনসিংহের ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

0
9

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে সড়কের পাশে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে। পরে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। সাধারণ মানুষের ধারণা, ঘটনাটি কোনো ক্লিনিকের কাজ হতে পারে। ঘটনাটি ঘটেছে গত ১৮ জানুয়ারি রাত ৭টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায়।

এলাকাবাসী জানায়, তারা কার্টনের ভেতরে জীবিত নবজাতককে দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নবজাতকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/mrxd6dat

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতীব্র শীত ও অবরোধে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ
পরবর্তী নিবন্ধরংপুরের গঙ্গাচড়ার তিস্তা চরে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ