
দেশের শুকনো ফল রপ্তানি খাতকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কৃষি ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে শুকনো ফল রপ্তানিকারকদের বিদ্যমান সংকট, সম্ভাবনা এবং করণীয় দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকের মূল লক্ষ্য ছিল একটি বিশেষ টাস্কফোর্স গঠন, যা দেশের শুকনো ফল রপ্তানি কার্যক্রমকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করবে।
বৈঠকে অংশগ্রহণকারী রপ্তানিকারক ও ব্যবসায়ীরা ভিসা ও ব্যাংকিং সেবার সীমাবদ্ধতা এবং স্থল ও আকাশপথে পরিবহন সংক্রান্ত জটিলতাকে রপ্তানির প্রধান অন্তরায় হিসেবে তুলে ধরেন। তাদের মতে, এসব সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে আফগান শুকনো ফল সময়মতো ও প্রতিযোগিতামূলকভাবে পৌঁছানো ব্যাহত হচ্ছে। আলোচনার পর কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যার সমাধানে কাজ করবে।
ব্যবসায়ী মাহবুবুল্লাহ মোহাম্মদী বলেন, বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য এই টাস্কফোর্স একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে, যার মাধ্যমে ব্যাংক, সরকারি দপ্তর, রপ্তানিকারক ও বাজার সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় বাড়ানো সম্ভব হবে।
চেম্বারের উপপ্রধান মিরওয়াইস হাজিজাদা জানান, ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক কার্যালয়ের উপনির্দেশনায় শুকনো ফল রপ্তানিতে সহায়তার লক্ষ্যে জাতীয় বিমান সংস্থাকে কার্গো ভাড়া হ্রাসের নির্দেশ দেওয়া হয়েছিল, যা এ খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সংশ্লিষ্ট মহলের আশা, সদ্য গঠিত এই টাস্কফোর্সের কার্যকর ভূমিকার মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার শুকনো ফল রপ্তানি খাত নতুন গতি পাবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের অবস্থান আরও সুদৃঢ় হবে।
তথ্যসূত্র:
1. Task Force Formed to Boost Afghanistan’s Dried Fruit Exports
– https://tinyurl.com/4e2w9yhz


