ধামরাইয়ে স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে মুসলিম নারীকে দলবদ্ধ ধর্ষণ হিন্দু যুবকদের, বিচার চাইতে গেলে লাঠিপেটা করে বিতাড়ন

0
22

ঢাকার ধামরাইয়ে বেড়াতে এসে হিন্দু বাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মুসলিম গৃহবধূ। অস্ত্রের মুখে জিম্মি করে স্বামীকে ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেধে রেখে ওই গৃহবধূকে পালা ক্রমে রাতভর ধর্ষণ করা হয়। সেইসঙ্গে গৃহবধূর পরনে থাকা কানের দুল, গলার চেন ও হাতের বালা সহ সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের গহনা ও ছিনিয়ে নেয় ওই সংঘবদ্ধ হিন্দু ধর্ষণকারীরা।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, এ সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ১৫ জানুয়ারি রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকা রামরাবন গ্রামের শান্তি রানী মনিদাসীর বাড়িতে। এ ঘটনার পর ভুক্তভোগীদের হত্যার ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে বিতাড়িত করা হয়। এরপর শুক্রবার সকালে বালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মন্টু চন্দ্র মনিদাসের নিকট এ ঘটনায় বিচার প্রার্থী হন তারা।

প্রতিবেদনে জানানো হয়, মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও ধামরাই উপজেলার পাবরাইল এনডি কনস্ট্রাকশন ফার্মের গাড়ি চালক মোঃ আব্দুর রাজ্জাক তার সহধর্মিনীকে নিয়ে বালিয়াটি প্রাসাদে ঘুরতে যান রাম রাবণ গ্রামের ফনি চন্দ্র মনি দাসের ছেলে ও এন ডি কনস্ট্রাকশন ফার্মের নিরাপত্তা কর্মী কৃষ্ণ চন্দ্র মনি দাস কে সঙ্গে করে। দিনশেষে সন্ধ্যার দিকে রামরাবন গ্রামের ওই কৃষ্ণচন্দ্র মনিদাসের বাড়িতে বেড়াতে যান, ওই এনডি কনস্ট্রাকশন ফার্ম এর গাড়ি চালক মোঃ আব্দুর রাজ্জাক ও তার সহধর্মিনী। ওই বাড়িতে মন্দির প্রাঙ্গণে পৌষ পার্বণ চন্দ্র মনি দাস আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে রাত্রি যাপনের জন্য কৃষ্ণচন্দ্র মনিদাস এর বোন শান্তি রানী দাস এর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর রাত বারোটার দিকে পাঁচ সাত জন হিন্দু যুবক চাপাতি ও রামদা সহ ধারালো অস্ত্রের মুখে চিমনি করে গাড়ি চালক আব্দুর রাজ্জাককে রশি দিয়ে বেঁধে রেখে তার সহধর্মিনীকে জোরপূর্বক পালা ক্রমে রাতভর ধর্ষণ করে।

এ ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউপির সদস্য মন্টু চন্দ্র মনি দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায়। এতে ক্ষিপ্ত হয়ে সজীব চন্দ্র মনি দাস সহ উচ্ছৃঙ্খল যুবকরা ধর্ষিতা ও তার স্বামীকে লাঠিপেটা করে গ্রাম থেকে বিতাড়িত করে।


তথ্যসূত্র:
১। ধামরাইয়ে স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ হিন্দু যুবকদের
– https://tinyurl.com/bdh7j38d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআকাশপথে বাণিজ্যে নতুন অধ্যায়: কাবুলে পৌঁছাল আরিয়ানার বিশেষ কার্গো উড়োজাহাজ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জেএনআইএম এর ১৬টি পৃথক অভিযানে ৬টি সামরিক অবস্থান বিজয়; নিহত অন্তত ১৬ শত্রু সেনা