বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য কর্মকর্তাদের সাথে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলের বৈঠক

0
31

১৯ জানুয়ারি বাংলাদেশের বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমানের সাথে এক বৈঠক অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভী আহমদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ। দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়নের উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উক্ত বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি সম্পাদন, ব্যাংকিং পরিষেবা, আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক, বাণিজ্য বৃদ্ধি এবং আফগানিস্তানে বাংলাদেশের ওষুধ ও টেক্সটাইল পণ্য আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া কাবুল ও ঢাকায় যৌথ বাণিজ্য প্রদর্শনী আয়োজন, উভয় দেশে বাণিজ্য প্রতিনিধি নিয়োগ এবং বাণিজ্য বাধা দূরীকরণের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে দুই পক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সুযোগ উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে একটি শক্তিশালী ভিত্তিস্বরূপ। ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখার লক্ষ্যে কাবুল ও ঢাকায় অনুরূপ বৈঠক আয়োজনে তারা আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, ১৮ জানুয়ারি ৫০ জন আফগান ব্যবসায়ী সমন্বয়ে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী নেতৃত্বাধীন প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3pxbydez
2. https://tinyurl.com/39s8vxr6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলায় ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধনওগাঁয় সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার