নওগাঁয় সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

0
6

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেত থেকে আশরাফুল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার জাবারীপুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

এক প্রতিবেদনে নিউজ২৪ জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এসময় তারা সরিষা ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


তথ্যসূত্র:
১। সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/3c9puf4z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য কর্মকর্তাদের সাথে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলের বৈঠক
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর