
কুমিল্লার দাউদকান্দিতে এক প্রবাসীর কাছে দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে ভুক্তভোগী প্রবাসীর মালয়শিয়াগামী ফ্লাইট বাতিল হয়ে যায়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এক প্রতিবেদনে কালের কন্ঠ জানায়, গত ১৮ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন দাউদকান্দি উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের মো. ফয়সাল মিয়া। তিনি স্থানীয় ওমেলা বেগমের চায়ের দোকানের সামনে রাস্তায় এলে তাকে পথরোধ করে মো. নাঈম মিয়া (২৮), মো. রেজাউল মিয়া (৪৮) ও মো. আল আমিনসহ (৩৮) আরো অজ্ঞাত ৩-৪ জন। তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ফয়সাল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ফয়সাল মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। এবং তারা আহত অবস্থায় ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রাখে।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার মা শিউলী বেগমও আহত হন। পরে হামলাকারীরা ফয়সাল মিয়ার কাছে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছা. শিউলী বেগম জানান, তার ছেলে মো. ফয়সাল মিয়া (৩৮) দীর্ঘ প্রায় ২১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী তার ছেলের কাছে নিয়মিত চাঁদা দাবি করছিল এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে।
তথ্যসূত্র:
১। ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর, নগদ অর্থ আত্মসাৎ
– https://tinyurl.com/ycxkhn32


