নয়াপল্টনে স্কুলের অফিসকক্ষে শিশু শিক্ষার্থীকে নির্যাতন

0
18

রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি স্কুলে স্কুল পোশাক পরা এক শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে টেনেহিঁচড়ে একটি অফিসকক্ষে নিয়ে যায়। সেখানে শাসনের নামে শিশুটিকে শারীরিকভাবে আঘাত করা হয়। এ সময় কক্ষে উপস্থিত এক পুরুষ শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে। আতঙ্কে শিশুটি কান্নায় ভেঙে পড়ে। চার মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিওতে থাকা নারীকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটিকে স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, নির্যাতনের ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি দুপুরের দিকে। কয়েকদিন পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসম্মুখে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।


তথ্যসূত্র:
১। স্কুলের অফিসকক্ষে শিশু নির্যাতন : ভিডিও ভাইরাল, থানায় মামলা
– https://tinyurl.com/8h657z8c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরাকানে কয়েকজন মুসলিম যুবককে আটক করেছে জান্তা বাহিনী, অবস্থান অজানা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কাপিসা প্রদেশে ১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মান কাজ শুরু