
চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। বর্বরোচিত এই ঘটনার সময় আশপাশে একাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
দৈনিক ইত্তেফাকের বরাতে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তিন ব্যক্তি প্রথমে খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে ধাক্কা দিতে শুরু করে এবং পরে লাঠি দিয়ে মারধর করে। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নিস্তেজ হয়ে যাওয়া পর্যন্ত তাকে পেটানো হয়। হামলার পুরো দৃশ্য আশপাশের লোকজন দেখলেও কেউ বাধা দেয়নি বা সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিসিটিভিতে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা চলে যাওয়ার পরও কিছু সময় খোরশেদ রাস্তায় পড়ে ছিলেন। তার মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানায়, ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানায়, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা বা বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।
তথ্যসূত্র:
১। অটোরিকশাচালককে রাস্তায় পিটিয়ে হত্যা, সামনে থেকেও নীরব পথচারীরা
– https://tinyurl.com/yferhs4h


